এসভি ডেস্ক: কালিগঞ্জ উপজেলার সুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবক গত তিন-চার দিন ধরে ঘেরের বাসায় থাকতো। আজ তার মরদেহ ঘেরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তবে, তার নাম পরিচয় জানা যায়নি।