March 6, 2021, 4:42 pm
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
সোমবার দিবাগত রাত্র ৫টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে এ অস্ত্র উদ্ধার করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ উপজেলা সদরের শ্রীকলস গ্রামের মোঃ সামছুদ্দীন মোড়ল এর ছেলে আবুল কাশেম ওরফে খোকনের বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
এসময় তার ঘর থেকে ১২টি তরবারী (রামদা), ১টি ছোরা, ৪টি চাইনিজ কুড়াল, ৪টি জিআই পাইপ, ১০টি লোহার হাতল যুক্ত প্লাস্টিকের ঢাল, ৯টি লোহার খাচা যুক্ত হেলমেট উদ্ধার করেন।
এব্যাপারে থানায় ১৩(০৫)১৯ নং মামলা রুজু করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision