খাজরা প্রতিনিধি: আজ থেকে আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের তিন রাস্তার মোড়ে বিশুদ্ধ খাবার সুপেয় পানি বিক্রয়ের অঙ্গিকার নিয়ে উদ্বোধন করা হল আল্লাহর দান ওয়াটার সাপ্লাই।
এ্যাকোয়া ওয়াটার টেকনোলোজি সংস্থার কারিগরি সহযোগিতায় পঞ্চশ পয়সা লিটার দরে বিশুদ্ধ খাবার পানি বিক্রয় করবে ওই প্রতিষ্ঠান।
উদ্বোধনী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জুলফিকার আলী, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আশাশুনি উপজেলার সহ-সাধারন সম্পাদক শামিম রেজা।
এ সময় অতিথিরা বলেন এই অঞ্চলের মানুষের বিশুদ্ধ খাবার পানির চাহিদা অনেকাংশে মিটবে। তিনি বিক্রয় প্রতিষ্ঠান কে সততার সাথে ব্যবসা কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ হাফিজুল ইসলাম।
প্রথম দিনে দুই হাজার লিটার বিশুদ্ধ পানি বিনা মূল্যে বিতরন করেন। আল্লাহর দান ওয়াটার সাপ্লাই এর সত্ত্বাধিকারী আশরাফুল ইসলাম বলেন, আমাদের এই অঞ্চলে অধিকাংশ মানুষ দূষিত পুকুরের পানি পান করে। আমরা সার্বক্ষনিক চেষ্টা করবো কম টাকায় মানুষ যেন বিশুদ্ধ পানি পান করতে পারে।