খাজরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বেশির ভাগই লবন পানির মৎস্য ঘের। লবণ পানির মৎস্য ঘের হওয়ায় অত্র অঞ্চলের মানুষের সুপেয় খাবার পানির বড়ই সংকট।
অনেকেই ব্যক্তিগত ভাবে বাড়ির আঙিনায় গভীর অগভীর নলকূপ বসিয়েছে। কিন্তু নলকূপ গুলোর অধিকাংশই আর্সেনিক যুক্ত পানি। সেই আর্সেনিক যুক্ত পানি পান করে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশলী আশাশুনির উদ্যোগে খাজরা ইউনিয়নে দুইটি টিমের মাধ্যমে গ্রামে গ্রামে প্রত্যেকটি টিউবওয়েল এর পানি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এক একটি টিমে তিন জন করে সদস্য আছে।
টিম লিডার গাউসুল আজম,পবিত্র কুমার,তপন কুমার বলেন, আমরা নিখুত ভাবে পানি পরীক্ষা করে আর্সেনিক পাওয়া গেলে টিউবওয়েলে লাল রং আর আর্সেনিক পাওয়া না গেলে সবুজ রং করে দিচ্ছি।
তারা আরও বলেন, আমরা মানুষদেরকে আর্সেনিকযুক্ত পানি পান ও ব্যবহার করলে কিকি সমস্যা হয় তা অবহিত করছি। এই কার্যক্রম দুই মাস ব্যাপি চলবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608