মোমিনুর রহমান, দেবহাটা: দেবহাটায় ছেলেধরা রোহিঙ্গা সন্দেহে এক মানষিক ভারসাম্যীন(পাগল) বয়স্ক মহিলাকে পিটিয়ে জখম করেছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দেবহাটার পারুলিয়া কদবেলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা জেলা জুড়ে চলমান ছেলেধরা আতঙ্কে যখন গোটা জনপদের মানুষের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে, ঠিক তখনই পারুলিয়ার কদবেলতলা এলাকায় এক বয়স্ক নারীকে ঘোরাফেরা করতে দেখে ছেলেধরা সন্দেহে আটক করে এলাকাবাসী।
এসময় ওই নারীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এলাকার পুরুষ-মহিলারা মিলে গনপিটুনি দিয়ে জখম করে। পরে খবর পেয়ে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্রসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছালে ওই নারীকে উদ্ধার করে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, এলাকাবাসী যাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে তিনি আসলে একজন মানষিক ভারসাম্যহীন(পাগল) বয়স্ক মহিলা। তিনি কিছুই বলতে পারছে না। এই মহিলা কোন ছেলেধরা বা রোহিঙ্গা না। তবে সে মানষিক ভারসাম্যহীন হওয়ায় তার ঠিকানা বলতে পারছেনা। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।