কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় প্রকাশ্যে হত্যার চেষ্টা মামলার দুই আসামী শিমুল- মেহেদীকে আটক করেছে থানা পুলিশ। পৌর বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী শিমুল ষ্টোরের মালিক শেখ জাকির হোসেন ও তার ছেলে শেখ তানভীর হোসেনকে প্রকাশ্যে দাঁ নিয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌর বাজারের মৃত শেখ মোয়াজ্জেম হোসেনের ছেলে হুমায়ন কবীর শিমুল (৪০) ও তার ভাইপো মৃত মফজুল হোসেনের ছেলে শেখ মেহেদী হাসান (৩৮)।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নিদের্শনা মোতাবেক থানার এসআই রইচ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৌর বাজারে অভিযান চালিয়ে মঙ্গলবার (৭ ই মে) রাতে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে থানায় হত্যা প্রচেষ্টা ১(৫)১৯ নং মামলা থাকায় তাদের আটক করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।