Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজার সংলগ্ন সড়কের পাশের কর্তনকৃত সরকারী গাছ স্থানীয় ইউপি সদস্যের যোগসাজোশে সরিয়ে ফেলা হয়েছে।

বুধহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন সানার বিরুদ্ধে মোটা অংকের অর্থের বিনিময়ে নিজের জিম্মায় থাকা কর্তনকৃত সরকারী গাছ ব্যবসায়ীর নিকট হস্তান্তর করার অভিযোগ উঠেছে । কর্তনকৃত সরকারী গাছ ইউপি সদস্যের জিম্মায় থাকার পরও কিভাবে উধাও হলো এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় সরকার প্রতিনিধি হয়ে যেখানে একজন ইউপি সদস্য সরকারী সম্পত্তি রক্ষার গুরুদায়িত্ব পালন করবেন যেখানে কিনা নিজেই কর্তনকৃত সরকারী গাছ লোপাট করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখ্য, গত ৬ মে বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজার টু পদ্মা বেউলা সড়কের উত্তর পূর্ব পাশের একটি সরকারী শিশু গাছ অবৈধ্য ভাবে বিক্রয় করে পাইথালী গ্রামের জাদব গুহ এর ছেলে উত্তম গুহ। উত্তম গুহ ব্যাপারী আবু বক্কর এর কাছে সরকারী গাছটি ১০হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছি। গাছের ব্যাপারী ক্রয়কৃত গাছটি কর্তন করে উক্ত সড়কের পাশে রাখেছিল। সরকারী গাছ কর্তন করার অভিযোগ পেয়ে অভিযোগের ভিত্তিতে বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার হস্তক্ষেপে কর্তনকৃত গাছ জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন সানা’র জিম্মায় রেখে আসেন।

বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, কর্তনকৃত গাছটি যেখানে ছিলো সেখানে নেই। কর্তনকৃত সরকারী গাছ কিভাবে ইউপি সদস্যের জিম্মায় থাকার পরও উধাও হলো এ ব্যাপারে জানতে চাইলে বুধহাটা ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা আব্দুল মোমিম জানান, কর্তনকৃত গাছটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়ে এসেছিলাম। তবে তার জিম্মায় থাকা গাছটি কিভাবে উধাও হলো সে ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ইউপি সদস্য আলতাফ হোসেন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কোন সরকারী গাছ আমার জিম্মায় রাখা হয়নি।