March 5, 2021, 11:09 pm
খাজরা প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের সদর উদ্দীন গোলদারের ছেলে কালাম গোলদার(৪০) দুই বছর ধরে হরিনা চিংড়ির রেনু পোনার ব্যবসা করে।
স্থানীয় জনগনের অভিযোগ, কালাম গোলদার হরিনা চিংড়ির রেনু পোনা না দিয়ে ঘের মালিকদের সাধারন চিংড়ি মাছের পোনা সরবরাহ করে।
দুই দিন আগে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের ঘের মালিক রবিউল ইসলাম, হাফিজুর রহমান, মজিদ সানা, মহেব সানাকে এক হাড়ি করে রেনু পোনা দিয়ে যায়।
বিষয়টি তাদের সন্দেহ হলে আজ সকাল দশটার দিকে তারা ব্যবসায়ী কালাম গোলদারের রেনু পোনা যাচাই বাছাই করলে বিষয়টি ধরা পড়ে।
পরে স্থানীয় জনতার চাপের মুখে কালাম গোলদার নিজের ভূল স্বীকার করে ক্ষমা চাই এবং মুচলেকা দিয়ে এ যাত্রা রক্ষা পায়।
All rights reserved © Satkhira Vision