বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা-সুলতানপুরের মধ্যবর্তী ধান ক্ষেত হতে গুলি বিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে । লাশের পাশ থেকে একটি দেশী তৈরি পিস্তল, একটি রাম দা ও একটি শাবল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুুুুলিশ।
নিহতের নাম নোবা সরদার (৫৫)। তার বাড়ি কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে।
আজ রোববার সকাল ৭টার দিকে ধানক্ষেতে একটি গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়রা কালীগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ সকাল সাতটার দিকে ওই লাশ উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, নিহত নোবা সরদার চারটি হত্যা মামলা, একটি পুলিশের উপর হামলা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ডজনের অধিক মামলার আসামি। লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।