Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষাধিক টাকার মাছের ক্ষয়ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে ঘেরে বিষ প্রয়োগ করা হয় বলে ধারনা করা হচ্ছে। বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের সুলতান সরদারের ছেলে সাবের উদ্দীন পাশের বিলে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছেন।

বৃহস্পতিবার রাতে কে বা কারা ঘেরের মধ্যে বিষ প্রয়োগ করেছিল। শুক্রবার সকালে ঘের মালিক অন্য ঘের থেকে ফিরে দেখেন ঐ ঘেরের মাছ লাফা লাফি করছে। তিনি ঘেরের পানি মুখে দিয়ে বিষের গন্ধ পেয়ে দ্রুত জাল ফেলে দেখেন মরা মাছ পাওয়া যাচ্ছে। বিষক্রিয়ার দেড় লক্ষাধিক টাকার মাছ মারা গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানা।

এরিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।