মৌ হাসান, তালা প্রতিনিধি: তালার সাংবাদিকতা জগৎতের উজ্জল নক্ষত্র, সাম্য, অসম্প্রদায়িক, মুক্তিযোদ্ধা চেতনায় বিশ্বাসী সদ্য প্রয়াত আব্দুল আলীমের আত্নার মাগফিরাত কামনায় শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার সকাল হতে উপজেলার প্রায় সকল মসজিদ্ ,মাদ্রাসায় কুরআন তেলওয়াত শেষে বিকালে তালা ডাকবাংলো চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভাটি তালা রিপোটার্স ক্লাবের আয়োজনে সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপত্বিতে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দীন,মহিলা ভাইচ চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,অধ্যক্ষ আব্দুর রহমান,এনামুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা তালা উপজেলা শাখার সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান, আ:লীগ নেতা পি এম গোলাম মোস্তফা,সুর্যকান্তপাল,জেএসডি নেতা মীর জিল্লুর রহমান।
তালা রিপেটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিক্কার রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দ জুনায়েদ আকবর, উপজেলা ওয়ার্কর্স পার্টির সভাপতি সরদার রফিকুল ইসলাম,সাংবাদিক এমএ মান্নান,সব্যসাচী মজুমদার বাপ্পী,জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,এহসানুল হক,আ:সালাম,অমল সেন,জহর হাসান সাগর সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ।
আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিক আব্দুল আলীমের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন তালা উপজেলা মদজিদের খতিব ও ইমাম মাওলাঃ তাওহুদীর রহমান ।