তালা প্রতিনিধি: তালায় জালালপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল। রবিবার (২৮এপ্রিল) সকালে জালালপুর ইউনিয়ন পরিষদ সহ ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ।
পরিষদ পরিদর্শন ও সৌজন্য স্বাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান জন কিম সহ সকল প্রতিনিধিরা,জালালাপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইউপি সচিব এসএম রুবায়েত হোসেন, ইউপি সদস্য গোলাম মোস্তফা,রাজ্জাক শেখ,সোনালী চৌধুরী,পারুল বিবি, গ্রাম আদালত সহকারী ওয়ালিদ হোসেন অপু প্রমুখ।
ইউপি চেয়ারম্যান লিটু জানান,প্রতিনিধি দল ইউনিয়নের কানাইদিয়া ও জালালপুর গ্রামে দুটি বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপনের জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন।
সে বিষয়ে কথা বলতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি আমার পরিষদে আসেন । তারা আশ্বস্ত করে গেছেন খুব দ্রুত তারা কাজটি শুরু করবেন। পানির ট্যাংকি স্থাপন হলে আমাদের ইউনিয়নে বিশুদ্ধ পানির ঘাটতি কিছুটা পূরণ হবে বলে আমি মনে করি।