Spread the love

খাজরা প্রতিনিধি: সামাজিক যাত্রাপালা বা নাটক বাংলাদেশের সাংস্কৃতির একটি বড় অংশ। অপসাংস্কৃতি আর নগ্ন যাত্রার আড়ালে হারিয়ে যেতে বসেছে সামাজিক যাত্রাপালা। এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক ও যাত্রাশিল্পীদের কলাকৌশুলী।

সামাজিক যাত্রাপলার সুস্থ্যধারা ফিরিয়ে আনার লক্ষ্যে আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামে পিরোজপুর তরুন নাট্য সংস্থ্যা নামে একটি নাট্যশিল্পী গোষ্ঠি ১৬ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষ্যে দুই দিন ব্যাপি যাত্রানুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার রাতে “রক্তে রাঙা মায়ের আচল” শীর্ষক নাটকের মধ্য দিয়ে তাদের অভিষেক হয়।

বিশিষ্ট নাট্যকার মহাদেব হালদার রচিত নাটকটির শেষ্ঠ্রাংশে ছিলেন ধীরাজ মোহন মন্ডল,বাসন্তী শাহা,প্রিতীষ,কনিকা,দেবদাসসহ আরও অনেকে।
নাটকটি পরিচালনা করেন বিশ্বনাথ সরকার ও অরুন কান্তি সরকার।

অনেকদিন পরে সামাজিক এ ধরনের অনুষ্ঠান পেয়ে প্রচুর দর্শক সমাবেশ ঘটে।

সাধারন দর্শকরা বলেন সমাজে এমন যাত্রাপালা অনুষ্ঠান হওয়া দরকার যেখানে পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠান উপভোগ করা যায়।