আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা টু মহাজনপুর সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত ও মটর সাইকেল চালক আহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় চালক মাকদুমকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের আঃ বারীর পুত্র মাকদুম (৩০) ঘটনার সময় গুনাকরকাটির দিক থেকে নিজের মটর সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন।
মাদারবাড়িয়া গ্রামের মৃত নছির উদ্দিন সরদারের পুত্র কানে কম শুনতে পাওয়া আঃ খালেক (৭২) প্লাস্টিকের পটে পানি নিয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন।
ঘটনাস্থানে পৌছলে মটর সাইকেলের সাথে ধক্কা পেয়ে তিনি মাটিতে পড়ে যান এবং চালক রাস্তার উপর ছিটকে পড়েন। আহত খালেককে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে খুলনায় নেওয়ার জন্য এম্বুলেন্সে উঠান হলে তিনি মৃত্যু বরণ করেন। চালক মাকদুমকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আঃ খালেক স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।