শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটিতে ক্ষতিগ্রস্থ ভাঙন পরিদর্শন করলেন নব-নির্বাচিত শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন।
পদ্মপুকুরের খোলপেটুয়া নদীর তীরবর্তী কামালকাটি গ্রামে দীর্ঘ এক মাস পূর্বে ৪-৫ কিঃমিঃ ওয়াপদায় ভাঙন দেখা দিলেও কর্তৃপক্ষ নজর না দেওয়ায় খবর পেয়ে বৃহঃবার (২৫ শে এপ্রিল ২০১৯) বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন নিজেই স্বশরীরের হাজির হন।
এস.এম আতাউল হক দোলন জানান, দীর্ঘদিন ধরে এখানে ভাঙন দেখা দিয়েছে। তবে তার মধ্যে ৩০০ ফুট রাস্তার অবস্থা খুবই নাজুক। যেকোন সময়ে তীব্র জোয়ারে অবস্থা আশংকাজনক হতে পারে। সেই সাথে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। আমি এলাকার মানুষের দূঃখ-দুর্দশার কথা ভেবে তাৎক্ষনিক মুঠোফোনে সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট এস.ও কে অবহিত করেছি। তারা আমাকে আশ্বাস প্রদান করেছেন, খুব শীঘ্রই কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রাশিদুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল ইসলাম, হেদায়েতুল ইসলাম সহ অত্র এলাকার অধিবাসীরা উপস্থিত ছিলেন।