Spread the love

নিজস্ব প্রতিনিধি: মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে টেকসই উদ্যোগ প্রকল্প(সাসটেইন) বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন স্টেক হোল্ডার-এসএমসি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সিবিএ, সিএসও এবং মিডিয়া ব্যক্তিত্ব ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকাল ১০টায় সাতক্ষীরার বিনেরপোতায় অগ্রগতি সংস্থা ট্রেনিং সেন্টারে অগ্রগতি সংস্থার বাস্তবায়নে ও  ইউএসএইড  এবং উইনরক ইন্টারন্যাশনালের অর্থায়নে ও সহযোগিতায় মানব পাচার, বাল্য বিবাহ, ও নিরাপদ অভিবাসন সম্পর্কে আলোচনা করেন অগ্রগতি সংস্থার আ্যাডভোকেসী অর্গানাইজার সেলিম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ম্যারেজ রেজিস্ট্রার আনিছুর রহমান, শিক্ষক মনিরুল ইসলাম, ইব্রাহিম খলিল, গোপাল চন্দ্র ঘোষ, ব্যবসায়ী আবুবকর সিদ্দীক, সুবীর সাহা,  ইউপি সদস্য মোশারাফ হোসেন, রফিকুল ইসলাম, সমাজ সপবা কর্মকর্তা শুভাশিষ সরকার, সাংবাদিক খায়রুল ইসলাম, শিশু সদস্য ফেরদৌস হোসেন, আফসানা, এনজিও প্রতিনিধি তৌহিদুর রহমান, মনিরুল ইসলাম, ক্লাব সদস্য সোহাগ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক শেখ এহসানুল। 

সমগ্র অনুষ্ঠানটি  করেন অগ্রগতি সংস্থার আ্যাডভোকেসী অফিসার আলমগীর হোসেন।