এসভি ডেস্ক: শ্যামমনগর থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আজ সকালে শ্যামনগর থানার এসআই রাজ কিশোর পাল সংগীয় ফোর্স নিয়ে পরানপুর গ্রামের জলিল মোড়লের ছেলে মিজান মোড়ল কাছড়াহাটি গ্রামের সুলতান হোসেন মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম মোড়লকে আটক শ্যামনগর বাস টার্মিনাল এলাকার সবজি হোটেল হতে তাদেরকে আটক করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলে করে আদালতে সোপর্দ করা হয়েছে।