ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে সিআর- জিআর মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ শে এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে থানার এসআই আছাবুর রহমান, এএসআই নূর আলী ও এএসআই মোস্তাক আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার গাজনা গ্রাম থেকে মৃত চান্দু সানার ছেলে সম্রাট হোসেন (২৬) ও ধানদিয়া গ্রাম থেকে মৃত মতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান মিন্টু (৩৫) কে বাড়ী থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় সিআর ৪৪/১৮ ও জিআর ৩১০/১৮ মামলার আদালত অবমাননার ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেফতার করে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ডিউটি অফিসার এসআই আছাবুর রহমান জানান।