Spread the love

দেবহাটা প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দেবহাটাতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে স্থানীয় প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা, মাতৃপুষ্টি বিষয়ক কাউন্সিল, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুষ্টি সম্পর্কিত ভিডিও প্রদর্শনী, বয়স্কদের পুষ্টি ও পুষ্টি উন্নয়ন সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, বেসরকারী সংস্থা আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা: নজরুল ইসলাম, ইপিআই প্রশিক্ষক সালাহউদ্দীণ, স্বাস্থ্য পরিদর্শক আজিজুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর অমল চন্দ্র, আবাসিক মেডিকেল অফিসার আবুল হোসেন, ডা: বিপ্লব মন্ডল, অনন্যা রায় সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আগামী ১৯ এপ্রিল পর্যন্ত দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে।