Spread the love

খাজরা প্রতিনিধি: বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় ঘূর্নিঝড় মোকাবেলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রণালয় কর্তৃক দুই দিন ব্যাপি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ আজ সকাল দশটায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থপনার আশাশুনি উপজেলার ডেপুটি ডাইরেক্ট্রর গোলাম কিবরিয়া প্রধান প্রশিক্ষক হিসাবে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু করেন।

সহকারি প্রশিক্ষক ছিলেন সিপিপির আশাশুনি উপজেলা টিম লিডার আব্দুল জলিল।

সিপিপির খাজরা ইউনিয়ন টিম লিডার মোঃ ইয়াকুব আলী,আনারুল ইসলাম, এক,দুই,তিন সংরক্ষিত মহিলা আসনের সদস্য তহমিনা বেগম,বিকাশ চন্দ্র মন্ডল,সহ সিপিপির সকল সদস্য উপস্থিত ছিলেন।
দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণে সিপিপির স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন মূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হবে।

প্রধান প্রশিক্ষক বলেন, স্বেচ্ছাসেবক ভাইদেরকে কিভাবে ঘূর্নিঝড়, বজ্রপাত, টর্নেডো উৎপত্তি হয় এবং কিভাবে তা থেকে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে বিস্তারিত প্রশিক্ষন দিচ্ছি। তিনি আরও বলেন বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমান লম্বা জাতীয় বৃক্ষ লাগাতে হবে।

সহকারি প্রশিক্ষক স্বেচ্ছাসেবকদের বিভিন্ন সংকেতের উপর প্রশিক্ষন প্রদান করেন। কোন সংকেতে কোন পতাকা উত্তোলন করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।