March 8, 2021, 9:20 pm
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রাকিব হোসেন (১৪) নামের এক শিশু ভ্যান চালক পিটিয়ে জখম করেছে এন্টনি নামের এক বখাটে ।
ভ্যানচালক রাকিব হোসেন দেবহাটার ধোপাডাঙ্গা এলাকার অসহায় ভিক্ষুক রাজিয়া খাতুনের ছেলে। সে দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে তার অসহায় ভিক্ষুক পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলো।
সোমবার বিকাল ৫ টার দিকে ধোপাডাঙ্গা-সখিপুর বাজার সড়কে তাজুলের দোকান সংলগ্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তর সখিপুর গ্রামের কুতুব আলীর বখাটে ছেলে এন্টনি বেধড়ক পিটিয়ে জখম করে ভ্যানচালক রাকিবকে।
এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক রাকিবকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বখাটে এন্টনি বেপরোয়া প্রকৃতির এবং এলাকায় সে বহু অপকর্মে লিপ্ত বলে জানিয়েছে এলাকাবাসী।
All rights reserved © Satkhira Vision