Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অঞ্চল ভিত্তিক উপযোগী ধান উৎপাদন প্রযুক্তি হস্তান্তর ও কৃষক প্রশিক্ষণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৩টায় ফলিক গবেষনা বিভাগ (ব্রি) গাজিপুর এর আয়োজনে এবং সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে ফলিক গবেষনা বিভাগ ব্রি এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরা ব্রি এর আঞ্চলিক গবেষক ড. মোহাম্মদ ইব্রাহীম।

আরাফাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবীদ মোঃ নুরুল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামসহ এলাকার ২শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

বীজ সংরক্ষক মোজাদেদ্দিয়া সাতক্ষীরা লিঃ এর মালিক শরিফ আহম্মেদ এর সার্বিক ব্যাবস্থাপনায় প্রদর্শনী ও কৃষক প্রশিক্ষনে বক্তারা ব্রি-২৮ ধানের পরিবর্তে অঞ্চল উপযোগি একাধিক উন্নত মানের ধানের উপর আলোচনা করেন এবং কৃষকের জমির ধরনের উপর জাত নির্বাচনের দিক নির্দেশনা প্রদান করেন।