দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সড়ক দুর্ঘটনায় গৌরী ঘোষ (৩০) নামের এক গৃহবধু আহত হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে সখিপুর-দেবহাটা সড়কে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন তিনি।
আহত গৃহবধু গৌরী ঘোষ উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের বিশ্বজিত ঘোষের স্ত্রী ও এনজিওকর্মী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় ভানযোগে বাড়ী হতে সখিপুর মোড়ে যাচ্ছিলেন গৌরী ঘোষ। পথিমধ্যে দেবহাটা থেকে আসা বালু বোঝাই একটি রেজিষ্ট্রেশন বিহীন দ্রুতগতির ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় গৌরী ঘোষ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।