দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ তাজরুল ইসলাম, গোলাম মঈনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ, দেবহাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন সিরাজ, সাধারন সম্পাদক হালিম মোস্তফা, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক মহব্বত আলী, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সহ সদ্য অনুমোদিত ৭১ সদস্য বিশিষ্ট যুবলীগের কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।