March 4, 2021, 2:49 am
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ।
মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে দক্ষিণ শ্রীউলা গ্রামের আকবরের স্লুইস গেট নামক স্থানের সন্নিকটে পানিতে ভাসতে থাকা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসম্যহীন আনুমানিক ৫৫ বছর বয়সি অজ্ঞাত ব্যক্তিটি বেশ কিছু দিন ধরে এই এলাকায় অবস্থান করে আসছিলেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সঠিক পরিচয় মেলেনি।
All rights reserved © Satkhira Vision