নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন উদ্বোধন করেছেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
সোমবার (১৫ এপ্রিল) সকালে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, ঠিকাদার আক্তারুজ্জামান পান্না, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ ইউছুফ সুলতান মিলন, ইমাম মনিরুল ইসলাম ও পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মীর আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে পৌরসভার ০৮ নং ওয়ার্ডে দক্ষিণ কামালনগরে আব্দুর রাজ্জাকের বাড়ির সামনের পাকা রাস্তার মুখ হতে প্রফেসর আব্দুর রহমানের বাড়ির মুখ পর্যন্ত ১৫০ মিটার সিসি ঢালাই রাস্তা ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।