March 8, 2021, 8:59 pm
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনে বাঙালীর ঐতিহ্য ঘেরা নানা কর্মসূচীর মধ্য দিয়ে বৈশাখী উৎসব পালিত হয়েছে।
রবিবার সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় দেবহাটা প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অন্যান্য শ্রেনী পেশার মানুষ।
পরে লাইট হাউজ কমিউনিটি সেন্টারে জাকজমকপুর্ন পরিবেশে পান্তা খাওয়া শেষে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় সকল বয়সের প্রতিযোগীদের ক্রীড়া প্রতিযোগীতা।
এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সহ-সভাপতি রশীদুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল্যাহ আল মাসুদ, সাংষ্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ডাঃ অহিদুজ্জামান, নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, এস এম নাসির উদ্দীণ, দিপঙ্কর বিশ্বাস, লিটন ঘোষ বাপ্পী, রিপোটার্স ক্লাবের সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আফসার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, অর্থ সম্পাদক আনিছুর রহমান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ হোসেন, প্রচার সম্পাদক শাহিন আলম, কার্যকরী সদস্য অভি স্বর্নকার, মঞ্জুরুল ইসলাম, আলমগীর হোসেন, সোহাগ হোসেন সহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সোমবার সন্ধ্যায় শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখী উৎসবের কর্মসূচী শেষ হবে।
All rights reserved © Satkhira Vision