খাজরা প্রতিনিধি: রবির কিরণে হাসি ছড়িয়ে অপ্রাপ্তি বেদনা ভুলে আজ নব আনন্দে জেগেছে গোটা জাতি। বাংলাদেশের মানুষের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের রুপময় ছটায় নতুন বাংলাবর্ষ ১৪২৬ বরণ করবে সব বয়সের মানুষ।
নতুন বছরের সূচনা দিনে নতুন স্বপ্ন প্রত্যাশায় উৎসব আর উচ্ছাসে সব হিংসা বিদ্বেশ ভূলে নববর্ষকে সাদরে গ্রহন করলেন আশাশুনি উপজেলার নিভৃত পল্লী গায়ে ৫৫নং রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধান শিক্ষক মেহেদী হাসানের সার্বিক নির্দেশনায় কোমলমতি শিশুদের র্যালি,সমাবেশ,পান্তা উৎসব,সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সোলাইমান গাজী ও সকল সদস্য দিনভর অনুষ্ঠান উপভোগ করেন।
সহকারি শিক্ষক রোকসনা পারভীন,হাসিনা খাতুন,রুবিনা খাতুন,সমিরন কুমার বাছাড় অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন। প্রধান শিক্ষক বলেন-পহেলা বৈশাখ বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক। প্রাথমিক শিক্ষা অঙ্গন থেকে বাংলা বর্ষ সম্পূর্কে পরিচয় করাই এর মূল উদ্দেশ্য।