মিজানুর রহমান: সাতক্ষীরার লাবসার মোড়ে পিকআপ ট্রাক সংঘর্ষের ঘটনায় দুই জন মারাত্মক আহত হয়েছে। ইতিমধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহত দুই জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
আজ রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সিটিজেন জার্নালিস্ট জিমি বলেন, ঔষধ কোম্পানী বেক্সিমকোর পিকআপ বাইপাস দিয়ে মেইন রোডে উঠছিল আর ট্রাকটি প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাক ও পিক আপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় আমি ৯৯৯ কল করি। ১০ মিনিটের ভেতরে পুলিশ, ফায়ার সার্ভিস ও আম্মুলেন্স ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহত দুই গাড়ীর দুই জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।
সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়ে। এছাড়া দূর্ঘটনা কবলিত গাড়ী দুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।