খাজরা প্রতিনিধি: আশাশুনির খাজরায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রায় সাড়ে ৩১ লক্ষ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ ও কমপ্লেক্স ভবনের কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস জামিলা এন্টারপ্রাইজ।
নির্মাণ কাজ চলমান অবস্থায় ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যাপক অনিয়মে জড়িয়ে পড়েছে। নির্মাণ কাজে মিষ্টি বালু ব্যবহার করার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। মিষ্টি বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে স্থানীয় লোনা বালু।
এছাড়াও নন গ্রেডের নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।প্রত্যেকটা ঢালাইয়ের কাজে উপজেলা প্রকৌশলীর উপস্থিত থাকার কথা থাকলেও ঢালাইয়ের সময় কাউকে পাওয়া যায় নাই।
এ বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম বলেন, আমি অভিযোগ পেয়েছি এবং সাথে সাথে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস জামিলা এন্টারপ্রাইজের ঠিকাদারের সাথে মোবাইল ফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।