Spread the love

কলারোয়া প্রতিনিধি: কলরোয়া সমাজসেবা দপ্তর কর্তৃক বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে ৩ জন ভিক্ষুককে ৩০ হাজার টাকা মূল্যের ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।

যাদের ছাগল বিতরণ করা হয় তারা হলেন, জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ছালেহা খাতুন, দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাংগা গ্রামের রমজেদ খাঁ এবং কেড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের ছিয়ার বানু।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শেখ ছাবের আলী, ইউনিয়ন সমাজকর্মী হুমায়ুন কাদির, কাজী ফজলুল হক, আমিনুর রহমান, শাহজাহান আলী, আসাদুজ্জামান, কায়সার মাহমুদ, আব্দুল গফুরসহ ন্যাশনাল সার্ভিসের কর্মীবৃন্দ।