নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের যজ্ঞ অনুষ্ঠানে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু।
সোমবার বিকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম,।ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন চান্দু, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন প্রমুখ। পরে তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত শেখ আফজাল হোসেন মারুফের কবর জিয়ারত করেন।