দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেবহাটা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু এবং সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী দলীয় প্যাডে স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি অনুমোদনের বিষিয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
সদ্য অনুমোদিত দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন মাহবুব আলম খোকনকে সভাপতি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান কবির কে সাধারণ সম্পাদক এবং আরিফুজ্জামান আরিফ ও রাজু আহম্মেদ কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।