আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের পুরোহিতপুর গ্রামে মইনুল নামে এক ব্যক্তি পটুয়াখালী থেকে পরস্ত্রীকে নিয়ে বাড়িতে আসলে স্থানীয়দের জেরার মুখে আবার পলায়ন করেছে। এঘটনা এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
পুরোহিতপুর গ্রামের নিজাম উদ্দিনের পুত্র মইনুল এক সন্তানের জনক। সে পটুয়াখালীতে কাজের সন্ধানে গিয়েছিল। সেখানে কাজ করার সময় এক সন্তানের জননী (নাম অজ্ঞাত) সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা দু’জনে পালিয়ে গত বৃহস্পতিবার পুরোহিতপুরে এসে হাজির হয়।
৪/৫ দিন ঘর গৃহবাস করার পর স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম রোববার তাদের বাড়িতে পৌছে বিয়ের কাগজপত্র দেখতে চান। জেরার এক পর্যায়ে মইনুল দোকানে যাচ্ছি বলে কেটে পড়ে। এরপর মেয়েও সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি বলে কেটে পড়ে।
তাদের আর কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার ওই মেম্বার নজরুল ও মেম্বার আলমগীর হোসেন আঙ্গুর তাদের বাড়িতে গিয়ে তার পিতা নিজাম উদ্দিনের সাথে কথা বললে তিনি ২ দিনের মধ্যে ছেলে ও বউকে হাজির করবেন বলে জানান।
মেম্বার আঙ্গুর ও নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608