Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। এসময় শহিদুল আলম নামের এক চিহিৃত দালালকে আটক করা হয়।

আজ দুপুরে খুলনার দুর্ণীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তরুন কান্তি ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

দালাল শহিদুল আলমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দু’হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে পরে ছেড়ে দেওয়া হয়।

খুলনার দুর্ণীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তরুন কান্তি ঘোষ বলেন, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি দু’হাজার টাকা ছাড়া পাসপোর্ট করতে পারেননা সাধারণ জনগণ এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।



ঘটনাস্থলে পৌছে দালালদের দৌরাত্বের সত্যতা পাওয়া যায়। এসময় শহিদুল আলম নামের এক চিহিৃত দালালকে আটক করা হয় তবে দুদকের উপস্থিতি বুঝতে পেরে অন্য দালালরা পালিয়ে যায়।

ভিডিওসহ…

পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে দু’হাজার টাকা জরিমানা করা হয়।