মৌ হাসান, তালা প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির অংশগ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভা রোববার বিকালে উপজেলার ঘোনা দলিত স্কুল সংলগ্ন পূজা মন্ডপ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র অর্থায়নে, বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার শিক্ষা প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফুলচাঁদ দাশ।
প্রধান অতিথির বক্তৃতা করেন, দলিত’র প্রকল্প ব্যবস্থাপক মিসেস ধরা দেবী দাশ। বিশেষ অতিথির বক্তৃতা করেন তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান।
স্পন্সর অফিসার ববিতা দাশ’র সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, দলিত এর প্রকল্প সমন্বয়কারী নেপাল দাশ, অভিভাবক সুমিত্রা রানী দাশ, মিলন সরকার ও বিশ^মিত্র সরকার প্রমুখ।
সভায় বাল্য বিবাহ প্রতিরোধ এবং বাল্য বিবাহ’র কূফল সম্পর্কে আলোচনা করা হয়। এসময় উপস্থিত পিছিয়ে পড়া জনগোষ্ঠির অভিভাবকরা নিজের সন্তানের বাল্য বিবাহকে “না” বলেন এবং বাল্য বিবাহ বন্ধে সকলে একত্রে কাজ করার অঙ্গিকার করেন।