Spread the love

খাজরা প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের দূর্গাপুর গ্রামে ঋষি দলিত গ্রামবাসীদের কারিতাস সংস্থা কর্তৃক ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় সোনালী সূর্য ক্রেডিট ইউনিয়ন।

ইউনিয়নটি হতদরিদ্র সদস্যদের মাঝে স্বল্প সুদে ঋণ প্রদান ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

ক্রেডিট ইউনিয়নটি সঠিকভাবে কাজ করছে কি না তা সরেজমিনে পরিদর্শনে আসেন ফ্রান্সের দাতা সংস্থা।
শনিবার সকালে ফ্রান্সের দাতা সংস্থার সদস্য পরিদর্শক মিথিলগিরারডট,প্রোগ্রাম অফিসার মিঃ রবার্ট পেইস,মিঃ জীনভাটারিনিও উন্মুক্ত আলোচনা ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরিদর্শক মিথিলগিরারডট বলেন বাংলাদশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের দেওয়া আর্থিক সুযোগ সুবিধা ঋষি দলিতরা তাদের জীবন যাপনে উন্নত হচ্ছে দেখে খুবই ভাল লাগলো।



সোনলী সূর্য ক্রেডিট ইউনিয়নের দূর্গাপুরের সভাপতি সানি দাশের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক ব্রজেন চক্রবর্তী।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালাল উদ্দীন মোড়ল,কারিতাস খুলনার আরডি মিঃ দাউদ জীবন,কারিতাস ঢাকা পিএমসিও অমল গমেজ,আরপিআই মিঃ আনন্দ দাস,জুনিয়র হিসাবরক্ষক এবিএম নিজাম উদ্দীন,সিডিও রবীন গাইন,সিডিএ ধীমান রায়,তপন হালদারসহ স্থানীয় জনসাধারন।