নিজস্ব প্রতিনিধি: ‘এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে শহরের নবজীবনের হলরুমে বিডি ক্লিন এর আয়োজনে মোনাজের হাসান আহনান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বেসরকারি ভাবে শিক্ষিত তরুণদের সমন্বয়ে পরিচ্ছন্ন রাখার প্রত্যয়ে বিডি ক্লিন অগ্রণী ভূমিকা রেখে চলেছে। জনসেবার লক্ষ্যে বিনা পারিশ্রমিকে নিজ উদ্যোগে শিক্ষিত তরুণরা শ্রম দিয়ে পরিচ্ছন্ন করতে যে কাজ করছে সেটি একটি খুবই ভালো উদ্যোগ।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মো. জাকির হোসেন লস্কর, নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান প্রমুখ।