দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সাধারন সভাটিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা -০৩ আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক।
দেবহাটা উপজেলা নির্বাহী ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাধারন সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্বল কুমার মৈত্র, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী।
সভায় দেবহাটা উপজেলার বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমুখী নানা বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দরা।