February 27, 2021, 5:59 am
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্যের সাথে ৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
শনিবার ফলাফল ঘোষনার পর দেখা যায় উপজেলার হেলাতলা ইউনিয়নের ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন পুলে বৃত্তি পেয়েছে ২ জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪জন শিক্ষার্থী।
ট্যালেন পুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, দামোদরকাটি গ্রামের আব্দল করিমের পুত্র মুরাদ হোসেন জিপিএ (৪.৮৮) দক্ষীণ দিগংএর আব্দুল্লাহ মোড়লের পুত্র তুষার শুভ্র জিপিএ (৫.৩৯), একই গ্রামের আজহারুল ইসলামের পুত্র আবু সাঈদ জিপিএ (৪.৭৫), আব্দুল মমিনের পুত্র জাহাঙ্গীর হোসেন জিপিএ (৪.৬৭), আমজাদ হোসেনের কন্যা মুক্তা খাতুন জিপিএ (৪.৫০),ব্রজবাকস্ গ্রামের লাল্টু সরদারে পুত্র অনিক হোসেন জিপিএ (৪.৫০) গ্রেডে বৃত্তি পেয়েছেন।
মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস আলী জানান, ১৯৫৮ থেকে এ প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষক শিক্ষীকাদের নিয়মিত ও কঠর তদারকিতে এ সাফল্য এসেছে ভবিষ্যতে আরও ভালো ফলাফল আশা করছি। পিএসসি পরীক্ষায় মাদ্রাসায় শতভাগ ছাত্র/ছাত্রী পাশ করেছে।
অভিভাবকরা জানান ছেলে মেয়েদের ফলাফলে আমরা অত্যান্ত খুশি। এই মাদ্রাসার লেখাপড়ার মান ও শিক্ষকদের আন্তরিকতা খুব ভালো হওয়ায় কারনে ছেলে মেয়েদের ভর্তি করিয়েছি। যা আজ প্রমান পেয়ে মুগ্ধ আমরা।
All rights reserved © Satkhira Vision