Spread the love

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ই এপ্রিল) বলফিল্ড কর্ণার থেকে সকালে র‌্যালীটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে একই স্থানে এসে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, তরুণ ক্রীড়া সংগঠক ইনজামুল করীম অপু, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ক্রীড়া সংগঠক মীর রফিকুল ইসলাম রফিক, ধারা ভাষ্যকার প্রভাষক রফিকুল ইসলাম, ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক হাসনাইন মিলন, ফুটবলার রবিউল ইসলাম, সাহেব আলী প্রমুখ।

এছাড়া র‌্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলার ক্রিকেট একাডেমী ও ফুটবল একাডেমীর খেলোয়াড় বৃন্দ।