আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় সপ্তসুর সঙ্গীত শিক্ষালয় নামে একটি সঙ্গীত বিষয়ক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে বুধহাটা বাজারে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। সঙ্গীত শিক্ষালয়ের পরিচালক এস জে এস সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ বেতারের সুরকার ও কণ্ঠ শিল্পী আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, কণ্ঠ শিল্পী এন্ড্র মনিরুল, সঙ্গীত শিক্ষক সুমন মুখার্জী, ছাত্রলীগ নেতা শামসুর রহমান রাজু, সঙ্গীত শিল্পী মিতালী মুখার্জী, শহিদুল ইসলাম, বাপ্পী, রবিউল ইসলাম, অঙ্কন বিশ্বাস ও অরিত্র মুখার্জী প্রমুখ।
প্রতিষ্ঠানে সঙ্গীত, নৃত্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার ব্যবস্থা করা হবে।