আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম গাজী (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…….রাজেউন)।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি ইন্তেকাল করেন। বেউলা গ্রামের মৃত নজর উদ্দিন গাজীর পুত্র রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃতকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।