আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ গ্রেফতারী পরোয়ানার এক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এএসআই মাহাবুব হাসান কুলতিয়া গ্রামের শাহারত মোড়লের ছেলে তাজউদ্দীন মোড়লকে কুল্যা গ্রাম হতে হাতেনাতে গ্রেফতার করেন।
তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে এসআই বিজন কুমার সরকার অভিযান চালিয়ে সিআর-৫৪/১৮ (ওয়ারেন্ট) আসামী তুয়ারডাঙ্গা গ্রামের শাহিনুর ইসলাম সরদারের ছেলে খায়রুল ইসলামকে গ্রেফতার করেন।