আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে, পারী জারী-১৯/১৬ (সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট) এর আসামী আগরদাড়ি গ্রামের মোবারেক সরদারের ছেলে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
একই সাথে সিআর-৪২৭/১৮ (ওয়ারেন্ট) আসামী বল্লভপুর গ্রামের মফিজুল গাজীর ছেলে মনিরুল গাজীকে ও সিআর-১১২/১৬ এর আসামী মনিপুর গ্রামের মৃত ফয়েজ সানার ছেলে জামাল উদ্দীন সানাকে গ্রেফতার করা হয়।