Spread the love

এসভি ডেস্ক: কলারোয়ায় নির্বাচন পরবর্তী দু’গ্রুপের সংঘর্ষে একজন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন।

বুধবার রাতে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে।

আহতরা হলেন, জালালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, তার ভাই আবু রায়হানসহ ৪ জন। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত আবুল কালাম জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও পরাজিত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে তিনি ও তার ভাই সেখানে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় লাল্টু সমর্থকরা তার ওপর হামলা করে।

তবে ওই হামলায় শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার আসামি রব, জালালাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি পাইলট ও জামাতের কেন্দ্রীয় নেতা ইজ্জতউল্লার ভাই ছলেমান নেতৃত্বে দিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।