আশাশুনি প্রতিনিধি: ১লা বৈশাখ বাংলা নববর্ষ সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের সভাপতিত্বে সভায় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের জন্য গঠিত বিভিন্ন উপ কমিটি বা দায়িত্বরতদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, উপজেলা প্রকৌশলী আখতার হোসেন, পিআইও সোহাগ খান, উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন নাহার, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, কৃষি কর্মকর্তার প্রতিনিধিসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সভায় অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় বিষয় সম্পাদন ও পরিকল্পনা গ্রহন করা হয়।