শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নের সকল দফাদার ও গ্রাম পুলিশদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশনায় বুধবার বেলা ১১ টায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ এ পরিচয়পত্র বিতরণ করেন।
এসআই ইসমাইল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচয়পত্র বিতরণকালে থানার সকল এসআই ও এএসআই সহ পুলিশ সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং দফাদার ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ বলেন, পরিচয়পত্র সকালের হাতে তুলে দিতে পেরে অনকে ভালো লাগছে। এ পরিচয়পত্রটি ব্যবহার করে তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থানা পুলিশের পাশাপাশি সহায়ক ভুমিকা পালন করবে।