Spread the love

কালিগঞ্জ প্রতিনিধি: ‘‘সোনালী মুরগীতে সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে প্রানি সম্পদ বিভাগীয় উদ্ভাবনী এর উদ্যোগে প্রানি সম্পদ মাঠ স্কুল ও স্মার্ট পোল্ট্রি ভিলেজের শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় গোবিন্দকাটি হাইস্কুল প্রাঙ্গনে কালিগঞ্জ উপজেলা প্রানি সম্পদ বিভাগের বাস্তবায়নে ও কালিগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের টোনা, গোবিন্দকাটি, বাঁশদাহ, ঘোজা, বেড়াখালী এই ৫ টি গ্রামকে স্মার্ট পোল্ট্রি ভিলেজ হিসাবে ঘোষনা দেন কালিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকারের সভাপতিত্বে ও সাবেক প্রধান শিক্ষক বীরেন্দ্র নাথ বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাষ্টার নরীম আলী, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি সরকার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল হক সাজু, বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী সুভাষ মন্ডল, উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংবাদিক আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা প্রিয়ংকর মন্ডল বাবু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, ইমাম, পোল্ট্রি খামারীগন।