নড়াইল প্রতিনিধি: পরীক্ষাকেন্দ্রে ঢুকতে গিয়ে আটক হয়েছেন নৌবাহিনীর এক সদস্য। সোমবার (১এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে নড়াইলের লোহাগড়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক নৌবাহিনীর ওই সদস্যের নাম গোলাম রসুল শেখ জনি (২৪)। তিনি চট্টগ্রামে নৌবাহিনীতে কর্মরত। নড়াইলের লোহাগড়া পৌর এলাকার পারছাতড়া গ্রামের আজিবর শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম রসুল শেখের বোন ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালে পৌনে একটার দিকে গোলাম রসুল পরীক্ষাকেন্দ্রে ঢুকতে যান। তাকে ঢুকতে বাধা দিলে দায়িত্বরত নড়াইলের লোহাগড়া থানার পিএসআই শাফায়েতকে তিনি কিল-ঘুষি মারেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা এসে তাকে আটক করে।
কলেজের অধ্যক্ষ মহাব্বত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তাকে থানায় নিয়ে গেছে।
নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে বলেন, তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে খুলনা নৌবাহিনীর কাছে হস্থান্তর করা করা হবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608